এশিয়া কাপ (পুরুষ) ক্রিকেট প্রতিযোগিতা।২০২৩ খৃষ্টাব্দ। Asia Cup Cricket tournament.2023.
Sri Lanka. শ্রীলঙ্কা আয়োজক দেশ। এশিয়া একটি মহাদেশ।এই মহাদেশে , মোট দেশ সংখ্যা বিশ্বের মোট দেশ সংখ্যার প্রায় চারভাগের একভাগ কিন্তু চুড়ান্ত প্রতিযোগিতায় মাত্র ছয়টি দেশ।এই ছয়টি দেশ দক্ষিণ এশিয়ায় পড়েছে।এই অবস্থার কারন কি কি হতে পারে? সর্বোচ্চ ৬ টি দেশ চুড়ান্ত পর্বে খেলবে এই নিয়ম নেই। সমস্যা কি কিছু নেই?
খেলাটি চীন সরকার পছন্দ করে কি? চীনের মতো দেশের ক্রিকেট টীম আছে কি? নারী ও পুরুষ টীম। বিশ্বের দ্বিতীয় সম্পদ শালী দেশ চীন। চীন সরকার চাইলে এশিয়াতে ক্রিকেট টীম বাড়বে। তবে চীন সহ এশিয়া মহাদেশের অনেক দেশ চায় না কেন? এটি ICC এর দেখা উচিত।