top of page

মোক্তার পাড়া। খেলার মাঠ। নেত্রকোনা পৌরসভা। নেত্রকোনা ।

Updated: Aug 31

নেত্রকোনা সরকারি মহিলা কলেজের মাঠ কোনটি? এই কলেজের জিমনেশিয়াম প্রয়োজন নেই কি? এই কলেজের আয়তন বৃদ্ধি অতি জরুরি। এই ধরনের পুরানো এবং অতি প্রয়োজনীয় কলেজ যত্নহীন। সংস্কার, উন্নয়ন প্রাধান্য এই ধরনের কলেজ গুলোর থাকার কথা। কলেজ গুলো এলাকার ঐতিহ্য। এই ধরনের কলেজ থেকেই শিক্ষিত মানুষ সৃষ্টি হয়েছে। এই ধরনের কলেজ সৃষ্টির অবদান যাদের উনাদের মুল্য নেই। এটিই বাংলাদেশে লজ্জাজনক ব্যাপার। বিগত এক যুগ আগে থেকে কিছু কুশিক্ষিত লোক বিকল্প বেছে নিয়েছে। বিকল্পটি জনগণের রাজস্বের টাকায়। শুধুমাত্র ব্যক্তিগত নাম প্রদান উদ্দেশ্য। ব্যাক্তিগত প্রতিষ্ঠান হলে কারো আপত্তি থাকার কথা নয়। এই ধরনের ব্যক্তিত্ব সৃষ্টির জন্য এই কলেজ গুলোর অবদান অস্বীকার করতে পারবেন কি কেউ?

2 views0 comments
bottom of page